পশ্চিমবঙ্গে কালবৈশাখীর আঘাত, ৪ জনের মৃত্যু
রায়হান রাজীব | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৪, ১২:৩৬
কালবৈশাখী ঝড়ের আঘাতে গাছ উপড়ে তছনছ হয়ে গেছে অন্তত ২০০টি কাঁচা বাড়ি। এতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫৭ জন। রোববার (৩১ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় এ ঘটনা ঘটে।
রোববার জলপাইগুড়ি সদর ও ময়নাগুড়ি তিস্তা পাড়ে ঝড় বয়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দেড় হাজার বাড়িঘর। ঝড়ের কারণে গৃহহীন হয়ে পড়েছে প্রায় দুই হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রামে। ক্ষতিগ্রস্ত গ্রামে উদ্ধার কাজে নামানো হয়েছে জেলা বিপর্যয় মোকাবেলা বাহিনী ও দমকলকে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।