বাস ভাড়া কমবে কি না, জানা যাবে সোমবার
রায়হান রাজীব | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৪, ১৪:১২
ডিজেল ও কেরোসিনের দাম কমানোর পর নতুন বাস ভাড়া নির্ধারণে সোমবার (১ এপ্রিল) বৈঠক করবে সরকারি কমিটি। সেখানে সিদ্ধান্ত হতে পারে বাস ভাড়া কিলোমিটার প্রতি কতটা কমবে। দুপুর ১২টায় বিআরটিএ সদর দফতরে এ সভা অনুষ্ঠিত হবে।
এর আগে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন এ মূল্য নির্ধারণ করেছে জ্বালানি মন্ত্রণালয়। সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।
রোববার (৩১ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমিয়ে লিটারপ্রতি দাম ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।