বাস ভাড়া

পঞ্চগড় সর্বোচ্চ ১৩.৩২ টাকা, মুন্সিগঞ্জ সর্বনিম্ন ৮১ পয়সা কমলো!

রাশেদ রাসেল | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪, ১২:৫০

ছবি: সংগৃহীত

বাসের ভাড়া কমেছে প্রতি কিলোমিটারে ৩ পয়সা।

গতকাল সোমবার (১ এপ্রিল) রাতে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ২ টাকা ১৫ পয়সার জায়গায় ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হলো। ফলে ঢাকার জিরো পয়েন্ট থেকে পঞ্চগড়ের দূরত্ব ৪৪৪ কিলোমিটার। সেই হিসাবে ঢাকা-পঞ্চগড় রুটের বাসের ভাড়া কমবে ১৩ টাকা ৩২ পয়সা এবং সবচেয়ে কাছের জেলা মুন্সীগঞ্জের দূরত্ব ২৭ কিলোমিটার। এই পথে ভাড়া কমবে মাত্র ৮১ পয়সা।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) থেকে এটি কার্যকর হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top