এমভি আব্দুল্লাহ’র জিম্মি নাবিকরা কি ঈদের আগে বাড়ি ফিরতে পারবেন?
রায়হান রাজীব | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪, ১৫:০১
এমভি আব্দুল্লাহ’র জিম্মি নাবিকরা কি ঈদের আগে বাড়ি ফিরতে পারবেন?- এ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা। সংবাদটির চুম্বক অংশ তুলে ধরা হলো-
বাংলাদেশি মালিকানাধীন মালবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের পর তিন সপ্তাহ পার হতে চললো। সোমালি জলদস্যুদের হাতে জিম্মি জাহাজটির নাবিকরা ঈদের আগে পরিবারের কাছে ফিরতে পারবেন কি না এটি নিয়ে তৈরি হয়েছে সংশয়।
যদিও জাহাজটির মালিকপক্ষ বলছেন, নাবিকদের দ্রুত মুক্ত করতে তারা সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন।
এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের পর প্রথম আট দিন ‘চরম উদ্বেগ-উৎকণ্ঠায়’ কেটেছে জিম্মি নাবিকদের পরিবারগুলোর। নয় দিনের মাথায় সোমালি জলদস্যুরা এমভি আব্দুল্লাহ’র মালিকপক্ষ কবির গ্রুপের সাথে যোগাযোগ করলে কিছুটা আশার আলো দেখতে পান তারা।
ঈদের আগে মুক্তি পেলেও এমভি আব্দুল্লাহ’র নাবিকদের দেশে ফেরানো কঠিন হবে। জাহাজটি এখন যেখানে অবস্থান করছে, মুক্তি পেলেও ঈদের আগে সেখান থেকে বাংলাদেশে আসা সম্ভব হবে না বললেই চলে, বিবিসি বাংলাকে এ কথা বলেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।