রুমার পর থানচি সোনালী ব্যাংকেও ডাকাতি!
রাশেদ রাসেল | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৪, ১৭:৩২
বান্দরবানের থানচিতে দিনেদুপুরে গুলি চালিয়ে সোনালী ব্যাংকে ডাকাতি হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে ডাকাতি হয়।
বিভিন্ন সূত্র জানিয়েছে, বেলা ১১টার দিকে থানচি বাজার এলাকা ঘিরে ফেলে ডাকাতরা। তারা ব্যাংক ও এর আশপাশের এলাকায় অস্ত্রের মুখে সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাকাতরা পাঁচ মিনিটের মতো ব্যাংকের ভেতরে ছিল। ভেতরে ঢুকেই ডাকাতরা নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেয়। গ্রাহক, কাউন্টার ও ভল্ট থেকে সব টাকা বস্তায় করে নিয়ে বের হয়ে যায়।
এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। সেই সঙ্গে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।