আজ ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী
রায়হান রাজীব | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৪, ১২:০৭
দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা।
তাঁর সফরে দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। এই সফরে কৃষি ও প্রতিরক্ষা খাতে দুটি এমওইউ সইয়ের বিষয়ে কথা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।
বিশ্ব অর্থনীতিতে নবম শক্তি দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। গত বছর বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য দুই দশমিক তিন বিলিয়ন ডলারে পৌঁছে। দেশটি থেকে চিনি, ভোজ্যতেল ও গমসহ নিত্যপণ্যের পাশাপাশি বিপুল তুলা আমদানি করে বাংলাদেশ। ব্রাজিলে তৈরি পোশাক, পাট ও ওষুধের বাজার ধরতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে এবার আগ্রহী ঢাকা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।