খালেদা জিয়াকে তার জীবন ও সংগ্রামের বই হস্তান্তর

রায়হান রাজীব | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৪, ১৪:১৬

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে তার জীবন,আন্দোলন ও সংগ্রাম নিয়ে লেখা ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ শীর্ষক বই।

প্রয়াত সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ‘বেগম খালেদা জিয়া- হার লাইফ, হার স্টোরি’ বইয়ের বাংলা অনুবাদ করেছেন তার ভাই ড. মাহবুব উল্লাহ। অনুদিত বইটির নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’।

শনিবার সন্ধায় গুলশানের বাসভবন ফিরোজায় বেগম বেগম খালেদা জিয়ার হাতে বইটি তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ। 

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়াকে নিয়ে সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ইংরেজি বইটি বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক মাহবুব উল্লাহ। বইটির একটি সংখ্যা রাতে চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত শনিবার (৩০ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বেগম খালেদা জিয়াকে। পরে তাকে সিসিইউতে নেয়া হয়। অবস্থার উন্নতি হলে মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। আপাতত বাসায় তার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top