ঘরমুখী মানুষের চাপ বেড়েছে কমলাপুর স্টেশনে

রায়হান রাজীব | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৪, ১৪:৫৯

ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার পঞ্চম দিন আজ। বিগত চার দিনের তুলনায় এদিন কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ বেশ বেড়েছে।

আজ রোববার (৭ এপ্রিল) কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে, গত চারদিনের তুলনায় যাত্রীচাপ বেড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রী তুলনামূলক কিছুটা বেড়েছে। তবে পূর্বাঞ্চলের ট্রেনে যাত্রীচাপ সেই তুলনায় কম। সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে স্টেশনে। লাইন ধরে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন যাত্রীরা। তবে টিকিটবিহীন যাত্রীদের ক্ষেত্রে এবারও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিনা টিকিটে কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

যাত্রীদের প্রত্যাশা, সারা বছর যদি রেলওয়ে এমন সার্ভিস দেয় তাহলে টিকিট বিহীন যাত্রী কমে যাবে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top