ট্রেনে ফিরতি যাত্রা : ১৮ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রায়হান রাজীব | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৪, ১৩:২২

ছবি: সংগৃহীত

ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এ ধারাবাহিকতায় সোমবার (৮ এপ্রিল) বিক্রি হবে ১৮ এপ্রিলের টিকিট।

এদিন সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা অনলাইনে এই টিকিট কিনতে পারবেন। পরে পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে। এছাড়া যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

রেল কর্তৃপক্ষ জানায়, সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন যাত্রীরা, নিতে পারবেন ৪টি টিকিট।

গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ মার্চ পর্যন্ত এ অগ্রিম টিকিট বিক্রি চলে। গত ৩ এপ্রিল শুরু হয় ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top