ইলেকট্রিক কেটলি থেকেই বেইলি রোডে আগুন

রায়হান রাজীব | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৪, ১৪:০২

ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ইলেকট্রিক কেটলি থেকেই আগুনের সূত্রপাত হয়।

তদন্ত কমিটির প্রধান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভবনের নিচতলায় ‘চা চুমুক’ নামের কফি শপের ইলেকট্রিক কেটলির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন অতিমাত্রায় ছড়াতে সহায়ক ভূমিকা পালন করেছে লিকেজের কারণে জমে থাকা গ্যাস। চার-পাঁচ মিনিটের মধ্যে আগুন পুরো নিচতলা গ্রাস করে নেয়।

তিনি বলেন, ভবনে একটি এক্সিট সিঁড়ি থাকলেই এত লোক মারা যেত না। আর আগুন ব্যাপক রূপ নেয় লিকেজ থেকে ছড়ানো গ্যাসের কারণে। ওই ভবনে বেশ কিছু আইনি ব্যত্যয় দেখার কথা জানায় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

ফায়ার সার্ভিস বলছে, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের ওই আটতলা ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top