ঈদের আগে শতভাগ বেতন-বোনাস চান শ্রমিকরা

রায়হান রাজীব | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৪, ১৬:৩৪

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের মাত্র কয়েকদিন বাকি। কিন্তু এখনও দেশের অর্ধেক গার্মেন্টসের শ্রমিক এপ্রিল মাসের বেতন এবং ঈদ বোনাস পাননি। ঈদের আগে বেতন-বোনাস মিলবে কি না তার কোনো নিশ্চয়তাও নেই। এ অবস্থায় চরম দুশ্চিন্তায় রয়েছেন ২০ থেকে ২২ লাখ গার্মেন্টস শ্রমিক।

বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্যভুক্ত তিন হাজার ১০৭টি কারখানার মধ্যে অন্তত ১ হাজার ১৫০০ কারখানায় বেতন হয়নি। শ্রমিক নেতারা বলছেন, একজন শ্রমিকও যেন বেতন-বোনাস না নিয়ে ঘরে না ফেরে শিল্প মালিকদের সে ব্যবস্থা করতে হবে।

বিজিএমইএ নেতারা বলছেন, যেসব কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়নি সেগুলো ঈদের আগেই পরিশোধ করা হবে। শ্রমিক নেতারা আরও বলছেন, সক্ষম মালিকরা ঈদের আগে শতভাগ বোনাস দিলেও অনেক মালিকই অর্ধেক পরিশোধ করবেন। বাকি অর্ধেক তারা ঈদের পরে পরিশোধ করবেন। তবে শতভাগ বোনাসের দাবি জানিয়ে আসছেন শ্রমিক ও শ্রমিক নেতারা। এমন পরিস্থিতে গার্মেন্টস খাতে ঈদের আগে শ্রম অসন্তোষের শঙ্কা তৈরি হয়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top