রমজান মাসে কত টাকার দুধ, ডিম, মাংস বিক্রি করলো সরকার?
রায়হান রাজীব | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৪, ২০:৪৪
রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস পেয়েছেন দেশের ৫ লাখ ৯১ হাজার ৯৭১ জন মানুষ। ২৭ রমজান (৭ এপ্রিল) পর্যন্ত সরকার ২২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার টাকার এসব পণ্য বিক্রি করেছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, ২৭ রমজান পর্যন্ত ৫ লাখ ৯১ হাজার ৯৭১ জনের কাছে দুধ, ডিম, মাংস বিক্রি করা হয়েছে। এই সময়ে ১ লাখ ৯৯ হাজার ২৬৮ কেজি গরুর মাংস, ৫ হাজার ১৩১ কেজি খাসির মাংস, ২ লাখ ১৬ হাজার ৪২৭ কেজি ড্রেসড ব্রয়লার, ২ লাখ ৩৮ হাজার ৮৬১ লিটার তরল দুধ ও ৪২ লাখ ৯ হাজার ৩৫৬ ডিম বিক্রয় করা হয়েছে।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্য অংশীজনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর।
উল্লেখ্য, পবিত্র রমজাম মাসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১০ মার্চ থেকে রাজধানীর ৩০টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস এবং ৮টি স্থানে মাছ বিপণন করা হচ্ছে।
রাজধানীতে তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রথম দিকে প্রতি ডজন ১১০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে প্রতি ডজন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ড্রেসড ব্রয়লার এক কেজি ২৫০, গরুর মাংস এক কেজি ৬০০ ও খাসির মাংস ৯০০ টাকায় বিক্রি করা হচ্ছে। মাছ বিক্রয় কার্যক্রম ১৫ রমজানে শেষ হলেও দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম ২৮ রমজান পর্যন্ত চলবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।