রাজধানীর যেসব জায়গায় অনুষ্ঠিত হলো ঈদের জামাত

রায়হান রাজীব | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪, ১৬:৩৩

ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ বুধবার। এর সঙ্গে মিল রেখে রাজধানীর মালিবাগ, পান্থপথেও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ৭টায় পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ।

ঢাকার কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) বিজন কুমার দাস বলেন, প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে একটি গ্রুপ এখানে ঈদের নামাজ পড়েন। এবারও তারা ঈদের জামাত করেছে।
 
জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল ফিতর বৃহস্পতিবার নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় বুধবার উদযাপিত হচ্ছে ঈদ। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক দেশের সঙ্গে মিল রেখে দেশের মুসলিম সম্প্রদায়ের একটি অংশ ঈদ জামাতে অংশ নেন।

এদিকে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা বলছেন, বিশ্বের যে কোনও জায়গায় চাঁদ দেখা সাপেক্ষে ঈদের নামাজ আদায় করা যাবে। বিশ্বব্যাপী একই হিজরী তারিখে ঈদ উদযাপনের তাগিদ দেন তারা। 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top