রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোয় মানুষের ভিড়
রায়হান রাজীব | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪, ১৪:৩১
বছর ঘুরে ফিরে আসা ঈদের খুশিতে মেতেছে দেশ। ঈদ আনন্দ উপভোগ করতে ফাঁকা ঢাকায় ঘুরতে বেরিয়েছেন রাজধানীবাসী। বিনোদনকেন্দ্রগুলোতে ছিলো ভিড়।
নগরবাসীর পছন্দের অন্যতম গন্তব্য হাতিরঝিল। জলাশয়ের ধারে, প্রকৃতির কাছাকাছি যাওয়ার আনন্দ সবার মাঝে।
নগরবাসী ঘুরে বেড়িয়েছেন রাজধানীর র্পুবাচলের তিনশো ফিট ও ভাটারার একশো ফিট সড়কে। আর যেখানে আছে সবুজের সমারোহ, সেখানেও গেছেন ঘুরতে।
ঢাকার অন্যতম বিনোদন কেন্দ্র চিড়িয়াখানায় এবং শিশুপার্কে ছিল সবচেয়ে বেশি ভিড়। সবার চোখ-মুখেই ছিল ঈদ-উৎসবের ছোঁয়া!
ঢাকা শহরে বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিরপুরের চিড়িয়াখানা, বোট্যানিক্যাল গার্ডেন, শ্যামলী শিশু মেলা, বিজয় সরণীতে বঙ্গবন্ধু নভো থিয়োটার, পুরান ঢাকার লালবাগের কেল্লা, সদরঘাটের আহসান মঞ্জিল, ধানমন্ডি লেক, সংসদ ভবন চত্বর, চন্দ্রিমা উদ্যান, বিমানবাহিনী জাদুঘর।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।