রমনার বটমূলে সুরের মূর্ছনায় বর্ষবরণ, মানুষের ঢল
রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ১৪:২৩
আজ বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। বাংলা বর্ষপঞ্জিতে শুরু হলো নতুন বছরে দিন গণনা। প্রতিবছরের মতো এবারও নতুন বছরের নতুন দিনটি উদযাপন করতে রাজধানীর রমনা বটমূলে শুরু হয় বর্ষবরণ উৎসব।
রবিবার (১৪ এপ্রিল) ভোরের আলো ফোটার আগে থেকে রমনার বটমূলে আসা শুরু করে ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, নির্ধন নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ। সকাল সোয়া ছয়টায় আহির ভৈরব রাগে বাঁশির সুরে শুরু হয় বর্ষবরণের এবারের অনুষ্ঠান।
নতুন বছরকে এক কণ্ঠে বরণ করে নেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের শতাধিক শিল্পী। রমনার বটমূলে আহির ভৈরব রাগে বাঁশির সুরে এবার ছায়ানটের নতুন বছর আবাহন শুরু হয়। এবারের অনুষ্ঠানের মূলভাব মানুষ ও মানবতার জয়গান।
ছায়ানটের পুরো অনুষ্ঠান সাজানো হয় নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম-দেশপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে।
জীর্ণতা ঘুচিয়ে নতুনের আহ্বানে নববর্ষকে স্বাগত জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ফলে পয়লা বৈশাখের এই বিশাল আয়োজন রূপ নিয়েছে মহোৎসবে। উৎসবপ্রিয় বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন বছর পেয়েছে ভিন্ন রঙ। গান, বাজনা, আলাপে প্রত্যাশা করা হয়েছে সুন্দর আগামীর।
নতুন বছরের নতুন দিনের এ আয়োজন দেশ, জাতি, সমাজ ও ব্যক্তিজীবনের সমৃদ্ধি অর্জনের প্রেরণা জোগাবে। প্রত্যয় থাকবে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রগতির পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।