রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সনদ বাণিজ্য! কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেফতার

রাশেদ রাসেল | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪, ১৩:০৭

ছবি: সংগৃহীত

আজ রোববার (২১ এপ্রিল) ডিএমপির ডিবি লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান (অ্যাডিশনাল ডিআইজি) জানান, সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী শেহেলা পারভীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে আরও ৯ সাংবাদিককে নজরদারিতে রাখা হয়েছে।

মশিউর রহমান জানান, প্রথমে আমরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের সনদ জালিয়াতির বিষয়টি তথ্য প্রমাণ পাওয়ায় শনিবার রাতে তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়। জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top