নির্বাচন বর্জন ছাড়া বিএনপির কোন উপায় ছিলো না : ফখরুল
রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ১৭:২৮
তিনি আরও বলেন, আমরা নির্বাচনে যাইনি বলে অনেকে অনেক সমালোচনা করেছে। নির্বাচনে যাবো কিভাবে, আমরা তো দেখছি ধীরে ধীরে নির্বাচন কমিশন, বিচার বিভাগকে তারা দলীয় করণ করে ফেলেছে। গোটা রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করেছে ক্ষমতায় যাওয়ার জন্যে। সে অবস্থায় নির্বাচন বর্জন করা ছাড়া তো আর কোন উপায় ছিলো না।
নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে আন্দোলন বিএনপি করে আসছিল তাও ব্যর্থ হয়েছে। এ অবস্থায় বিএনপির সামনে করণীয় কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন, গণতান্ত্রিক পন্থাতেই চালিয়ে যাবে।
মির্জা ফখরুল আরও বলেন, সরকারপক্ষই বলতে থাকে বিএনপি ভুল করছে, ভুল করছে। আসলে এই পরিস্থিতিতে বিএনপি আর কিইবা করতে পারতো। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি তো সব চেষ্টাই করেছে।
এদিকে আন্দোলনে ব্যর্থতার পেছনে বিএনপির শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়েও আছে সমালোচনা। তবে তা মানতে নারাজ বিএনপি মহাসচিব। তিনি বলেন, অসাধারণ সাংগঠনিক দক্ষতা তারেক জিয়ার। আমি নিজেই মাঝে মাঝে বিস্মিত হই। খুব অল্প সময়ের মধ্যেই তিনি গোটা বাংলাদেশের বিএনপিকে সাজিয়ে ফেলেছেন।
প্রায় দেড় যুগ ক্ষমতার বাইরে থাকলেও বিএনপির প্রতি জনগণের ভালবাসা আরও বেড়েছে বলেও দাবি করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপির রাজনীতি কখনও হুমকির সম্মুখীন হবে না।
কারণ বিএনপির রাজনীতি হচ্ছে এ দেশের জনগণের রাজনীতি। এদেশের মানুষ একটি স্বাধীন স্বত্বা নিয়ে বাস করতে চায়। কতবার বিএনপি ধ্বংস করার চেষ্টা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জিয়াউর রহমান সাহেবকে মেরে ফেলা হয়েছে, বিএনপি তো ভাঙেনি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।