মাছ কাটার এক নিখুঁত জাদুকর দৃষ্টিহীন জুলহাজ ব্যাপারী
রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১৩:২৬
অন্ধ হওয়া সত্ত্বেও মাছ কেটে জীবন চালানোর গল্প শুনেছেন কখনও। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।
দৃষ্টিহীন জুলহাজ ব্যাপারী। দীর্ঘ ৩০ বছর রাজধানীর ফকিরাপুল কাঁচা বাজারে মাছ কেটে চলেছেন তিনি। তবুও নেই এতটুকু অভিমান, জীবনের প্রতি হতাশা। পরিবার নেই, একাকী জীবন তার। শারীরিক প্রতিবন্ধকতার কারণে প্রিয়তম বউও ছেড়ে চলে গেছে। তারপরও জীবনের সমস্যা তোয়াক্কা করেন না তিনি।
চোখে না দেখলেও মাছ কাটায় কোন ভুল করেন না। যেনও মাছ কাটার এক নিখুঁত জাদুকর তিনি। সমাজের বোঝা হয়ে বাঁচতে চান না জুলহাজ ব্যাপারী। সামর্থ্যবান মানুষের মতো কাজ করে বেঁচে থাকতে চায় সে।
বিষয়: মাছ কাটা দৃষ্টিহীন জুলহাজ ব্যাপারী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।