শক্তিশালী ভূমিকম্পে ঢাকার অর্ধেক ভবন ধসে পড়তে পারে
রায়হান রাজীব | প্রকাশিত: ২ জুন ২০২৪, ১৭:৪০
টাঙ্গাইলের মধুপুর ফল্টে মোটামুটি শক্তিশালী তীব্রতার ভূমিকম্প হলে ঢাকার যত ভবন আছে তার অর্ধের ধসে পড়তে পারে বলে একটি গবেষণায় উঠে এসেছে। শনিবার ঢাকার একটি হোটেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক পরিচালিত এই গবেষণার ফলাফল তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়, মধুপুর ফল্টে ৬ দশমিক ৯ তীব্রতার ভূকম্পনে ঢাকার ৮ লাখ ৬৪ হাজার ৬১৯টি থেকে ১৩ লাখ ৯১ হাজার ৬৮৫টি ভবন ধসে বা ভেঙে পড়তে পারে, যা মোট ভবনের ৪০ দশমিক ২৮ থেকে ৬৪ দশমিক ৮৩ শতাংশ। ঢাকায় ভবন ধসের আশঙ্কার এ সর্বনিম্ন ও সর্বাধিক শতাংশের গড় করলে দাঁড়ায় ৫২ দশমিক ৫৩ শতাংশ অর্থাৎ অর্ধেকের বেশি।
রাজউকের ‘আরবান রেজিলিয়েন্স প্রকল্প’র পরিচালক আবদুল লফিত হেলালী গবেষণার ফলাফল তুলে ধরে বলেন, সিলেটে ভূমিকম্পপ্রবণ লাইনে ৭ দশমিক ১ মাত্রার ভূকম্পন হলেই ধসে পড়তে পারে ঢাকার ৪০ হাজার ৯৩৫টি থেকে ৩ লাখ ১৪ হাজার ৭৪২টি ভবন।
‘রাজউকের আওতায় ঢাকায় মোট ভবন ২১ লাখ ৪৭ হাজার ২১৯টি, যার মধ্যে পাকা ভবন ৫ লাখ ১৩ হাজার ৫০৭টি। তবে ৩ হাজার ২৫২টি পাকা ভবনের ওপর জরিপ করা হয়েছে। এর মধ্যে অতি ঝুঁকিতে থাকা ৪২টি ভবন সম্পূর্ণ ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিষয়: শক্তিশালী ভূমিকম্প রাজউক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।