কোটা পুনর্বহালের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
সুজন হাসান | প্রকাশিত: ৯ জুন ২০২৪, ১৬:২২
২০১৮ সালে ছাত্রসমাজের তীব্র আন্দোলনের মুখে চাকরিতে বাতিল হওয়া কোটা পদ্ধতি হাইকোর্টের রায়ের মাধ্যমে পুনর্বহাল করায় বিক্ষোভে ফেটে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমবেত হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর কয়েকশ শিক্ষার্থী একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে একটি সমাবেশ আয়োজন করেন।
এসময় শিক্ষার্থীরা সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’ সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন কোটা না মেধা, মেধা মেধা আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীদের একটি দল হাইকোর্টের অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত অভিযোগ দিতে যান। এসময় শিক্ষার্থীরা ৩০ জুনের মধ্যে দাবি মেনে না নিলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।