নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান
সুজন হাসান | প্রকাশিত: ১১ জুন ২০২৪, ১৩:১৩
১৮তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ২৩ জুন থেকে তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ২৩ জুন থেকে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে (ওএসপি, এসজিপি, পিএসসি, চিফ অব জেনারেল স্টাফ-সিজিএস) জেনারেল পদবিতে পদোন্নতি দিয়ে ওই দিন থেকে আগামী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর সার্ভিস কোরের সপ্তম কর্নেল কমান্ড্যান্ট হলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি মেনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিষেক অনুষ্ঠানে আর্মি সার্ভিস কোরের জ্যেষ্ঠ অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট কর্মকর্তা সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ কর্মকর্তাকে ‘কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক-ব্যাজ’ পরিয়ে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট প্যারেড স্কয়ারে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। আর্মি সার্ভিস কোরের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। অনুষ্ঠানে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট উপস্থিত সবার উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী আর্মি সার্ভিস কোরের বীর সেনাসহ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।
অভিষেক অনুষ্ঠানে সেনাবাহিনীর রীতিনীতির প্রতি শ্রদ্ধা রেখে দৃঢ়তা, পেশাগত দক্ষতা এবং সর্বোপরি দলগত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও জাতি গঠনে যেকোনো দায়িত্ব পালনে আর্মি সার্ভিস কোরের সদস্যদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ছাড়া নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট হিসেবে তিনি জাহানাবাদ সেনানিবাসে শহীদদের সম্মানে নির্মিত ‘সংশপ্তক’–এ পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।