ভিসা জটিলতা নিয়ে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১, ২৩:১৯
স্থলপথে ভারতে প্রবেশ ও ভিসা সংক্রান্ত সকল প্রকার জটিলতা নিয়ে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিভিপি সচিব সঞ্জয় ভট্টাচার্য দিল্লিতে কনস্যুলার সেবা নিয়ে আলোচনা করবেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘এটি দ্বিতীয় কনস্যুলার সংলাপ। এর আগেরটি প্রায় তিন বছর আগে হয়েছিল।’
দুই দেশের মানুষ যেন নির্বিঘ্নে একে অপরের দেশে ভ্রমণ করতে পারে সেটি নিয়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, ‘সব স্থলবন্দর দিয়ে এখনও ভারতে প্রবেশ করা যাচ্ছে না। আমরা সব বন্দর খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য ভারতকে অনুরোধ করবো। এবারে আমরা বিষয়টি উন্মুক্ত করার বিষয়ে আলোচনা করবো।’
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে রাজনৈতিক বৈঠক শুক্রবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: স্থলপথ ভিসা জটিলতা ঢাকা-দিল্লি সিভিপি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।