এবার পূজায় বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুজন হাসান | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ১৫:২৩

সংগ্রহীত

এবারের দুর্গাপূজায় প্রায় দিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এর আগে দুর্গাপূজায় ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। কিন্তু এবারের পূজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়াও এবার পূজায় নিরাপত্তা অন্যান্য সময়ের চেয়ে বেশি। প্রশাসনও আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছে।

শনিবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগরের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অন্যান্য বছর দুই বা তিন কোটি টাকা পূজা উদযাপনের জন্য বরাদ্দ দেওয়া হলেও, এ বছর চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’ 

শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া শ্রী শ্রী অন্তদেব কেন্দ্রীয় মন্দির, হাঁসাড়া পালেরবাড়ী ও সিরাজদিখান উপজেলার ইছাপুরা, গোয়ালবাড়ি ও সন্তোষপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top