দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: সার্জিস
Nasir Uddin | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০৩
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।
এসময় সারজিস আলম বলেছেন, দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হয়। অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেও ব্যক্তিস্বার্থের জন্য অনেকে কাজ করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে। এই যেমন তিনি (শেখ হাসিনা) নিজের বাড়ি যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে করেছেন। কিন্তু উত্তরবঙ্গের জন্য রাস্তা করেননি।
সারজিস আরও বলেন, কেউ দেশের চিন্তা করছে না। সবাই নিজেদের স্বার্থের জন্য সুপারিশ করছে। সবাইকে সৎ থেকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করার আহবানও জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।