বিডিআর হত্যাকাণ্ডে শিগগিরই তদন্ত কমিটি গঠন
Nasir Uddin | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৩
বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে আগামী ৫ কার্য দিবসের মধ্যে একটি কমিটি গঠন করা হবে। অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে এই কমিটি হবে। কমিটির সদস্য সংখ্যা ৫, ৭ কিংবা ৯ জনও হতে পারে, যেখানে সশস্ত্র বাহিনীর সদস্যই বেশি থাকবে।
উপদেষ্টা বলেন, “কমিটি বিডিআর বিদ্রোহের বিষয়ে একটি বিস্তৃত তদন্ত পরিচালনা করবে, তবে পুনঃতদন্ত শুরু করার সিদ্ধান্তটি আদালতের এখতিয়ারভুক্ত।”
তিনি বলেন, “এই মর্মান্তিক ঘটনার সব দিক উন্মোচনের জন্য কমিটিকে পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব দেওয়া হবে।”
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক ও নজিরবিহীন ঘটনার ন্যায়বিচার ও জবাবদিহিতার ক্রমবর্ধমান দাবির মুখে এই ঘোষণা এলো। এর আগে গত ২ সেপ্টেম্বর বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেছিলন, “বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে।”
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।