সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শঙ্কা মুক্ত
রাহুল রাজ | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৫, ১৩:১৭
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে শঙ্কা মুক্ত ঘোষনা করেছেন ইউনাইটেড হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারেরা। সোমবার সকালে লুৎফুজ্জামান বাবরকে আরো কিছু পরিক্ষা নিরিক্ষা করার পর হাসপাতাল থেকে এসব তথ্য জানানো হয়। গতকাল রোববার (১৯ জানুয়ারি) রাত দশটায় নেতাকর্মীদের মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব হয় তার। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।
বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সব মামলা থেকে খালাস পাওয়ায় গত ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গত ১৪ জানুয়ারি চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা মামলার সাজা থেকে খালাস পান বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
এছাড়া গত ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের হওয়া চোরাচালান মামলায় ফাঁসির সাজা থেকে খালাস পান বাবর।
২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান। ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিচারিক আদালতের রায়ের পর ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয় এবং তা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। একই সময়ে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রাজধানীর গুলশান নিজ বাসায় রোববার রাত দশটার দিকে তাঁর বুকে তীব্র ব্যথা উঠে। পরে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসার জন্য বিখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ আসিফ মুজতবা মাহমুদের নেতৃত্বে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
ইউনাইটেড হাসপাতালে থাকা বাবর এর খুব ঘনিষ্ঠ ছোট ভাই নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলার ৬নং লক্ষীগঞ্জ ইউনিয়নের টানা ৩বারের সাবেক চেয়ারম্যান এসএম শফিকুল কাদের সুজা জানান, প্রায় ১৮ বছর কারাভোগ করার কারণে শারীরিকভাবে অসুস্থ ছিলেন লুৎফুজ্জামান বাবর । ডাক্তারেরা আশংকামুক্ত বলে জানিয়েছেন। বাবর ভাই সুস্থতার জন্যে নেত্রকোনাবাসীসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।