‘বাংলাদেশের কসাই’ আসাদুজ্জামান খান কামাল, ব্যাখ্যা কী?

রাজীব রায়হান | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৫, ২১:৩৯

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ‘বাংলাদেশের কসাই’ বলে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “আসাদুজ্জামান খান কামাল হচ্ছেন বাংলাদেশের কসাই। দেশের নিরীহ শিশু, শিক্ষার্থী, শ্রমিক এবং সাধারণ মানুষকে হত্যা করার অন্যতম কুশীলব তিনি। তাকে যারা প্রচারের সুযোগ দিচ্ছে, তারা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।”

তিনি আরও বলেন, “পৃথিবীর কোনো সভ্য দেশে একজন কসাইকে প্ল্যাটফর্ম দেওয়া হয় না। এটি বাংলাদেশবিরোধী একটি প্রচার।” সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক সম্মেলন (ডব্লিউইএফ) সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিষয়টি আন্তর্জাতিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। তবে এটি একটি দীর্ঘমেয়াদী এবং জটিল প্রক্রিয়া।

তিনি বলেন, “শেখ হাসিনার আমলে চুরি হওয়া অর্থ দেশের খেটে খাওয়া মানুষের সম্পদ। সেই টাকা ফিরিয়ে আনার জন্য অন্তর্র্বতীকালীন সরকার কাজ করছে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যাচ্ছে, এবং এটি আমাদের প্রধান অগ্রাধিকার।”

দেশের রপ্তানি খাতের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, সেপ্টেম্বরে রপ্তানি বৃদ্ধি পায় ৭ শতাংশ, অক্টোবরে ১৮ শতাংশ, নভেম্বরে ২২ শতাংশ, এবং ডিসেম্বরে ১৮ শতাংশ। এসব তথ্য কারসাজি নয় বলে তিনি নিশ্চিত করেন।

কারখানা বন্ধ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “কারখানা বন্ধ হওয়া এবং খুলে যাওয়াটা একটি প্রাকৃতিক প্রক্রিয়া। বেশিরভাগ মালিক পালিয়ে গিয়ে দায় সরকারের উপর চাপিয়ে দিয়েছেন। তবে রপ্তানি বৃদ্ধির মধ্য দিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।”

মাজারে হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রেস সচিব বলেন, “মাজার দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সেখানে হামলার বিষয়ে সরকারের নীতিতে কোনো ছাড় নেই। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপচেষ্টা সহ্য করা হবে না।

গুজব ছড়ানোর বিষয়ে সরকার কী ব্যবস্থা নেবে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি এটি আইনের ব্যত্যয় হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এছাড়া, প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা পালিয়ে গেছেন এমন গুজবের বিষয়ে তিনি বলেন, “এ ধরনের গুজব ছড়ানো যারা পালিয়ে বেড়াচ্ছেন তাদের ষড়যন্ত্রের অংশ।”

সংবাদ সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি, আইনি ব্যবস্থা এবং সুশাসন নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এছাড়া মাজারে হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সরকারের নীতিকে আরও জোরালোভাবে তুলে ধরা হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top