আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
Nasir Uddin | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:৫৬
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের একটি কমান্ড সেন্টার বা একটি কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যা সমস্ত পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় করবে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, নতুন কমান্ড কাঠামো দেশের সকল সংস্থা, পুলিশ স্টেশন ও সকল আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করবে। তিনি নিরাপত্তা প্রধানদের বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন।
আইজিপি বাহারুল আলমকে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন এফআইআর ফাইলিংয়ের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এতে মামলা করার সময় ঝামেলার সম্মুখীন হওয়া কমাবে। এছাড়া পুলিশ প্রধানকে অনলাইনে মামলা দায়েরের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি ডেডিকেটেড কল সেন্টার স্থাপনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, যারা অনলাইনে মামলা দায়ের করতে কষ্ট করে, তারা সহজেই যেন কল সেন্টার থেকে সাহায্য নিতে পারে।
এসময় ড. মুহাম্মদ ইউনূস নিরাপত্তা প্রধানদের প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষা ও ধর্মীয় কিংবা জাতিগত সংখ্যালঘুদের ওপর যেকোনো আক্রমণ প্রতিহত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা যদি আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে না পারি তবে আমাদের বিশ্বব্যাপী ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়ে আমাদেরও খুব সতর্ক থাকতে হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার দোসররা দেশে অরাজকতা সৃষ্টি এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমাদের সতর্ক থাকতে হবে। সকলের উচিত এই বিভ্রান্তিমূলক হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা।’
অধ্যাপক ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে এবং অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। এসময় বাহিনীর প্রধানদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
মুসলমানদের পবিত্র রমজান মাসে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার প্রয়াসে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি এবং পুলিশ, বিজিবি, র্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।
বিষয়: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।