পূর্বশত্রুতার জের ধরে রাজধানীর ধানমন্ডি এলাকার সায়েন্সল্যাবরেটরি মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
ঘংঘর্ষে সিটি কলেজ শিক্ষার্থীদের হাতে আইডিয়াল কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দাবি, তাদের তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। আহতরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা ল্যাব এইড হাসপাতালে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়। বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। দুই পক্ষই রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে।
ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক গণমাধ্যমকে বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুই পক্ষেই সরে দাঁড়িয়েছে। কী জন্য এ সংঘর্ষ বেঁধেছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’
এর আগে, গত ২০ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় সেখানে আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।