নতুন দলের আত্মপ্রকাশ মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

Nasir Uddin | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৪৯

ছবি: সংগৃহীত

আর কিছুক্ষণ পরেই আত্মপ্রকাশ হবে দেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেয়া হবে। নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে সেখানে চলছে মঞ্চ সাজানোর প্রস্তুতি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়।

মঞ্চের পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণেরও কাজ চলতে দেখা গেছে। গতকাল সন্ধ্যা থেকে পুরোদমে কাজ শুরু হয়। এরপর শ্রমিকদের কাজ চলে গভীর রাত পর্যন্ত। আজ সকালবেলায়ও ব্যস্ত সময় পার করছেন তারা।

ইতোমধ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া দেশের প্রায় সব রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয়েছে। বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকরা আমন্ত্রণ পেয়েছেন। নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারাও অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। এ ছাড়া দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। ফলে আয়োজনটা হবে অনেক বড়।

দেশের বিভিন্ন এলাকা থেকে যোগ দেওয়া তরুণরা আশা করছেন নতুন দল দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। নরসিংদী থেকে আসা হাবিবুন নবী জানান, তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। নতুন দলের সঙ্গে শুরু থেকেই যুক্ত থাকবেন। এজন্য আত্মপ্রকাশ অনুষ্ঠান দেখতে তিনি এসেছেন।

জাতীয় নাগরিক কমিটির সূত্র জানিয়েছে, তারুণ্য নির্ভর নতুন এই রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের নাম চূড়ান্ত করা হয়েছে।

নতুন এই রাজনৈতিক দলে সব মিলিয়ে প্রথমে ১৫১ জনের আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে কমিটির আকার বাড়ানো হবে।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top