গুলশানে বাড়িতে তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ, কী জানা গেলো
রাজীব রায়হান | প্রকাশিত: ৫ মার্চ ২০২৫, ১৪:৪৩

আওয়ামী লীগের নেতা আছেন সন্দেহে রাজধানীর গুলশানে একটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে গুলশান-২ এর ৪১ নম্বর সড়কের ৭/১ বাড়িটি ঘেরাও করেন প্রায় দেড়শ ছাত্র-জনতা। তারা বাড়ির মূল ফটক ভাঙার পরপরই সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পরে মধ্যরাতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় গুলশান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাড়িটির নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আজ বুধবার গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, গতকাল মধ্যরাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় ‘তল্লাশি’র নামে হামলা ও লুটপাট করার দায়ে থানায় অভিযোগ করা হয়েছে। ওই বাসার নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান বুধবার এই অভিযোগ করেন।
মোখলেসুর রহমান আরও বলেন, মামলার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের এখনো আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।
তিনি বলেন, ‘এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি। ২০—২৫ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে বলে শুনেছি। বাড়িতে টাকা ও অস্ত্র আছে অভিযোগ তুলে কিছু মানুষ মিছিল দিয়ে ঢুকে পড়ে। পরে সেখানে ‘তল্লাশি’র নামে বাসার বিভিন্ন কক্ষ তছনছ করা হয়। তবে সেখান থেকে কিছুই পাওয়া যায়নি।’
গতকাল মধ্যরাতে রাজধানীর গুলশান-২-এ শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাড়িটির সামনে বিপুলসংখ্যক লোক জড়ো হয়। পরে ওই বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় তারা। দরজা ভেঙে ঢুকে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ‘আওয়ামী লীগের দালাল’ স্লোগান দিয়ে দরজা ভেঙে কিছু লোক বাসাটিতে ঢুকছে। তারা আলমারি, জুতার বাক্স, বিছানাপত্র সব ওলটপালট ও তছনছ করে। এ সময় সেখানে পুলিশ সদস্য থাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।
বিষয়: গুলশান তছনছের ঘটনা জিজ্ঞাসাবাদ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।