ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ কেমন হলো জানালেন ঢাবি ভিসি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১৬:২৮

ছবি: সংগৃহীত
নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা পেরিয়ে এ বছরের বর্ষবরণ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। মাত্র আট কর্মদিবসের প্রস্তুতিতে যেভাবে আয়োজনটি সম্পন্ন হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এ মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সোমবার (১৪ এপ্রিল) সকালে এসব কথা বলেন তিনি।
উপাচার্য আরও বলেন, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে এই আয়োজন করলাম, যখন নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। অযৌক্তিকভাবে বাধা দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু ছাত্র, শিক্ষক, কর্মচারী ও সাধারণ মানুষের সহযোগিতায় আমরা সব বাধা অতিক্রম করেছি।
তিনি বলেন, জাতিসংঘ যে উদ্দেশ্যে আমাদের সংস্কৃতিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, সেই উদ্দেশ্য পূরণে আমরা কাজ করেছি। জাতিসত্তার বৈচিত্র্য তুলে ধরা এবং দেশের সব জনগোষ্ঠীকে যুক্ত করাই ছিল মূল লক্ষ্য। এবার সেই লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা ছিল প্রতিরোধের প্রকাশও। ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের যে সম্ভাবনা উন্মোচিত হয়েছে, তাকে আমাদের ধরে রাখতে হবে। এই বর্ষবরণ ছিল তারই এক প্রতীকী ঘোষণা।
তিনি বলেন, আনন্দ শোভাযাত্রা’র আয়োজন করতে সময় ছিল মাত্র আট কর্মদিবস। তবুও অল্প সময়েই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন সংশ্লিষ্ট সবাই। বলেন, যারা ষড়যন্ত্র করেছিল, তাদের আমরা ইতোমধ্যেই জনগণের ভালোবাসা দিয়ে পরাজিত করেছি। এটা শুধু উৎসব নয়, এটা আমাদের জাতিসত্তা, সংস্কৃতি ও ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণের এক প্রত্যয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।