UVED বলছে: এখনই সময় বিচার চাওয়ার
গুম হওয়া মানুষের জন্য তদন্ত শুরু, UVED দিল ২০০ জনের নাম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২৫, ১৭:৩৫

২০২৫ সালের ৯ জুলাই। রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক—গুম সংক্রান্ত তদন্ত কমিশন ও ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস (UVED)-এর মধ্যে। UVED-এর মুখ্য আহ্বায়ক, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান-এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনের কার্যালয়ে উপস্থিত হন। তাঁদের স্বাগত জানান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, যিনি গুম তদন্ত কমিশনের সভাপতি।
এই বৈঠকে UVED কমিশনের কাছে একটি গুরুত্বপূর্ণ তালিকা তুলে দেয়—গুম থেকে এখনও ফেরত না আসা ২০০ ব্যক্তির নামসহ একটি পূর্ণাঙ্গ ডকুমেন্ট। তাদের বর্তমান অবস্থান শনাক্ত, পরিবারগুলোর পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং রাষ্ট্রের দায়বদ্ধতা—এসব বিষয়ে জোর আলোচনা হয়।
বৈঠকে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—”ফিরে আসা” ব্যক্তিরা কারা? তাঁদের কী অবস্থা এখন? UVED চায়—গুমের শিকার ব্যক্তিদের জন্য সমাজিক ও আর্থিক পুনর্বাসনের একটি স্থায়ী ব্যবস্থা। সেইসঙ্গে প্রয়োজন বিচারিক উদ্যোগ ও আইনি সংস্কার। কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়—আইনি কাঠামোর ভেতরে থেকে যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত তাঁরা।
প্রায় এক ঘণ্টা স্থায়ী এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য নুর খান, সাজ্জাদ হোসেন ও ড. নাবিলা ইদ্রিস। গুম শুধু একজন ব্যক্তিকে নিখোঁজ করে না, তার সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বপ্ন, বিশ্বাস আর নিরাপত্তা। এই উদ্যোগ কি বাস্তব কোনো পরিবর্তনের সূচনা হবে?
বিষয়: UVED
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।