জনরোষে দেশছাড়া, তবু বিচারহীন শেখ হাসিনা—ফুঁসে উঠলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২৫, ১৬:৩৭

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র বিতর্ক—গণহত্যার দায়ে শেখ হাসিনা একা নন, দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার, রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ডা. আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি বলেন— আওয়ামী লীগের নিপীড়ন, হত্যা, গুমের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি।
তাঁর দাবি—গত বছরের জুলাই আন্দোলনে ঘটে যাওয়া গণহত্যা ছিল রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ। আর এই গণহত্যার দায় শুধু শেখ হাসিনার নয়—আওয়ামী লীগ দলীয়ভাবেও দায়ী, এবং তাদের বিচার হওয়া উচিত।
মির্জা ফখরুল বলেন—১১ মাস আগে জনরোষে পদচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। কিন্তু এখনো তার বিচার হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, নির্বাচন এবং রাজনৈতিক সংস্কার কখনো সাংঘর্ষিক নয়। দেশের মানুষ নির্বাচন চায়, চায় পরিবর্তন। তাই যারা নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাদের আরও গভীরভাবে ভাবার আহ্বান জানালেন তিনি।
দেশের ভবিষ্যৎ নির্ধারণে সামনে কী অপেক্ষা করছে? শেখ হাসিনার বিচার কি হবে? আওয়ামী লীগ কি দলীয়ভাবে বিচারের মুখোমুখি হবে? এই প্রশ্নগুলো এখন শুধু রাজনীতির নয়, গণতন্ত্রের ভবিষ্যতেরও প্রশ্ন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।