বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

যেখানেই পাবে, গুলি করবে——এই একটি লাইনেই বদলে যাচ্ছে বাংলাদেশ?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২৫, ১৪:২২

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ১৮ জুলাই—ঢাকা জ্বলছিল বিক্ষোভে, রাস্তায় গড়াচ্ছিল রক্ত। আর সেই সময়ই গণভবন থেকে ফাঁস হয় একটি ফোনালাপ—যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পষ্ট নির্দেশ দিতে শোনা যায়:

যেখানেই পাবে, গুলি করবে। প্রাণঘাতী অস্ত্র নিয়ে যাবে ঘটনাস্থলে। এই ভয়াবহ নির্দেশই এখন উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-এর প্রতিবেদনে, আর তারা বলছে—অডিওটি সত্য। শুধু তাই নয়, বাংলাদেশের সিআইডিও নিশ্চিত করেছে, এটি সম্পাদনাবিহীন আসল রেকর্ডিং।

এই অডিও হয় একটি কক্ষে স্পিকারে চলা ফোনালাপ থেকে গোপনে রেকর্ড করা হয়েছিল, জানাচ্ছে অডিও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইয়ারশট। এই রেকর্ডিং এখন হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং সহিংসতার নির্দেশনার অন্যতম শক্ত প্রমাণ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যবহার হচ্ছে।

ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বলছেন—এই প্রমাণ একমাত্র নয়, তবে এটি সবচেয়ে পরিষ্কার, নির্ভরযোগ্য এবং ভয়ংকর। যদিও আওয়ামী লীগ দাবি করছে—এটি পরিস্থিতি নিয়ন্ত্রণের বৈধ চেষ্টার অংশ ছিল। তারা বলছে, কোনো ইচ্ছাকৃত হত্যার নির্দেশ দেওয়া হয়নি। তবে সত্যি কি তাই? কারণ, ৬০ জন পুলিশ সদস্য ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন অতিরিক্ত বলপ্রয়োগে জড়িত থাকার অভিযোগে।

শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন নতুন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রশ্ন একটাই—এই রায় কী ইতিহাস বদলে দেবে? শেখ হাসিনার প্রত্যাবর্তন কি আর সম্ভব?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top