আজ থেকে দক্ষিণ কোরিয়ার ভিসা প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২১, ১৬:২৯

আজ থেকে দক্ষিণ কোরিয়ার ভিসা প্রক্রিয়া শুরু

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) ঢাকায় ভিসা আবেদন নেওয়া শুরু করছে দক্ষিণ কোরিয়া।

গবেষক ও শিক্ষার্থীদের মতো দীর্ঘমেয়াদি (৯০ দিনের বেশি) ভিসাপ্রত্যাশীরা এ সুযোগ পাবেন। বাংলাদেশে প্রায় আট মাস ভিসা আবেদন নেওয়া বন্ধ থাকার পর গতকাল রোববার (০৭ ফেব্রুয়ারি) ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস এ তথ্য জানায়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, দক্ষিণ কোরিয়া আজ থেকে বাংলাদেশি শিক্ষার্থীসহ অন্যান্য ক্যাটাগরিতে ভিসা আবেদন নেওয়া আবারও শুরু করবে।

দক্ষিণ কোরিয়া দূতাবাস জানায়, ‘কোভিড-১৯ নেগেটিভ’ সনদ নিয়ে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যাওয়া ব্যক্তিদের কয়েকজনের কভিড-১৯ শনাক্ত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৩ জুন দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন ভিসা দেওয়া স্থগিত করে। তবে যাদের কোরিয়ার ভিসা ছিল তারা কোনো বাধা ছাড়াই দক্ষিণ কোরিয়ায় ঢুকতে পেরেছে।

দূতাবাস আরো জানায়, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হয়েছে। গত কয়েক সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশিদের মধ্যে কোভিড-১৯ শনাক্তের হার কম। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশে আবারও ভিসাপ্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top