বদলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, ফখরুল বললেন: জনগণ সব দেখছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১৭:০৮

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস ও মির্জা ফখরুল। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে—যিনি নির্বাচনকালীন প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন।
ফখরুল বলেন, ড. ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই তার নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনার জন্য। এটি অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ। আমরা চাই, আগামী নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য হয়।
এরপর সীমান্ত হত্যা নিয়ে ক্ষোভ জানিয়ে বলেন: সীমান্ত হত্যা কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না। এই অবস্থায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন জরুরি। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৩৫% শুল্ক আরোপ নিয়েও কথা বলেন তিনি।
এ বিষয়ে ফখরুলের সতর্কবার্তা: এ ধরনের শুল্ক পোশাকশিল্পকে ধ্বংস করতে পারে। সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে—না হলে দেশের অর্থনীতি ভয়াবহ সংকটে পড়বে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেন, স্বৈরতন্ত্র চলে গেলেও এর মানসিকতা সমাজে রয়ে গেছে। ফেসবুকে সাংবাদিকদের হুমকি—এটা গণতান্ত্রিক ভাষা নয়।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনে যে আশা জেগেছে, তা ধরে রাখতে হলে প্রয়োজন ধৈর্য ও সহনশীলতা। জনগণ সব দেখছে। অতীতে যারা দম্ভ করেছে, আজ ইতিহাসে তাদের নামও কেউ মনে রাখে না। এই বক্তব্যগুলো স্পষ্ট করে দিচ্ছে—রাজনীতির মাঠে বড় পরিবর্তনের জন্য বিএনপি প্রস্তুত হচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।