মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

তর্কে উত্তপ্ত রাজনীতি: নাসীরকে ঘিরে ইশরাক-সারজিস বাকযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১৬:৪০

ছবি: সংগৃহীত

রাজনীতির ময়দান উত্তপ্ত—আর এবার উত্তাপ ছড়িয়েছে কথার লড়াইয়ে। কেন্দ্রবিন্দুতে দুই তরুণ রাজনীতিক—বিএনপি নেতা ইশরাক হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। আর এই তর্ক-বিতর্কে কড়া ভাষায় জবাব দিয়েছেন এনসিপির আরেক নেতা সারজিস আলম।

ইশরাক হোসেন সম্প্রতি এমন কিছু বক্তব্য দিয়েছেন যা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। তিনি বলেন—মব দেখলে উলঙ্গ করে বাড়ি পাঠিয়ে দেবেন। নাসীর উদ্দীন পাটওয়ারী একটা বেয়াদব ছেলে। এমনকি তিনি বলেন—এই ডার্বিকে হুঁশিয়ার করছি, না হয় তোমাদের রাজনীতির ইতি টেনে দেবো।

এই ভাষার প্রতিক্রিয়ায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন—ইশরাকের বক্তব্য, নাসীর উদ্দীনের কথার চেয়েও কয়েকগুণ নিচু লেভেলের। এটা রাজনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ বাইরে।

তিনি আরও বলেন—এই ধরনের বক্তব্য আওয়ামী লীগের মতো দমন-পীড়নমূলক রাজনীতির কৌশল মনে করিয়ে দেয়। আবেগ ও রাজনৈতিক অপরিপক্কতার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে এতে।

কক্সবাজারে এনসিপির এক সভায় নাসীরুদ্দীন বলেন—শামীম ওসমান নারায়ণগঞ্জের গডফাদার ছিলেন, এখন কক্সবাজারে নব্য গডফাদার এসেছেন শিলং থেকে। এই বক্তব্যে ক্ষিপ্ত হয় কক্সবাজার জেলা বিএনপি। আর সেখান থেকেই শুরু হয় এই নতুন বিতর্ক। রাজনীতিতে মতের পার্থক্য থাকবেই। কিন্তু সেই পার্থক্য যদি ভাষা ও শিষ্টাচার হারায়, তাহলে প্রশ্ন থেকে যায়—আমরা আসলে কেমন রাজনীতি চাই?




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top