শাহবাগ অবরোধ শিক্ষকদের: ব্যারিকেড ভেঙে দাবি আদায়ে অনড়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৭:৩৫

বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ। পূর্বঘোষণা অনুযায়ী, আজ (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ (ব্লকেড) করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আসা শিক্ষকদের মিছিল জাতীয় গ্রন্থাগারের কাছে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। কিন্তু শিক্ষকরা সেই ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। ফলে শাহবাগ মোড়ের চারদিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শিক্ষকরা জানিয়েছেন, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে। শিক্ষকরা বলছেন, তাদের দাবি ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ সরকারি প্রস্তাবের বিরুদ্ধে।
গত রোববার প্রেসক্লাবের সামনে আন্দোলনকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর থেকেই শিক্ষকরা সারা দেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন। এখন শাহবাগ অবরোধের ফলে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।