বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

শান্তিপূর্ণভাবে শেষ হলো চাকসু নির্বাচন, ফলাফলের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৮:১০

সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর আয়োজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ টানা চলে বিকেল ৪টা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনির উদ্দিন জানিয়েছেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। এখন প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট পেপারগুলো ডিন অফিসে নেওয়া হচ্ছে। সেখানে ক্যামেরার সামনে শুরু হবে বহু প্রতীক্ষিত ভোট গণনা।

দিনভর ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে ভোটের আমেজ ছিল চোখে পড়ার মতো। যদিও ছাত্রদলসহ কয়েকটি প্যানেল সইবিহীন ব্যালট পেপার ও অমোচনীয় কালি মুছে যাওয়ার মতো কিছু অব্যবস্থাপনার অভিযোগ এনেছিল, তবে নির্বাচন কমিশন সেই অভিযোগ অস্বীকার করেছে।

নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, সব কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণে ছিল। এখন শিক্ষার্থীরা অধীর আগ্রহে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top