‘লং-মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়ে শাহবাগ ব্লকেড ছাড়লেন শিক্ষকেরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৮:১৮

বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগে অবস্থান নেন।
সকাল থেকে শহীদ মিনারে অবস্থান শেষে দুপুর ২টার দিকে শাহবাগ অবরোধ করেন তারা। তাদের মূল দাবিগুলো হলো—মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা।
মঙ্গলবার রাতে এই অবরোধের ঘোষণা দিয়েছিলেন শিক্ষকেরা। তবে সরকারের কাছ থেকে দাবি পূরণের কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় বিকেল ৫টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড় ছাড়েন আন্দোলনকারীরা। তাদের পরবর্তী কর্মসূচি হলো ‘লং-মার্চ টু যমুনা’।
গত রোববার প্রেসক্লাবের সামনে পুলিশি বাধার পর থেকে দেশব্যাপী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছেন। শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।