বৃহঃস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ:

আলিমে পাশের হার ৭৫.৬১ শতাংশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের আলিম পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৬১ শতাংশ। এ বোর্ডে সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশের ৯টি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা—মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।

এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাঁদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। এবারও ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল:
www.dhakaeducationboard.gov.bd-এ গিয়ে Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।

ব্যক্তিগত ফলাফল:
www.educationboardresults.gov.bd-এ গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

এসএমএসে ফলাফল:
মোবাইলে লিখতে হবে —
HSC BoardName Roll Year
এরপর পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে পাঠান 16222-এ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top