পিআর মানুষ বোঝে না, এটা কেন হবে? - মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:১০

সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি দলের ‘পিআর’ বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবিকে নাকচ করে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল প্রশ্ন তুলেছেন, “পিআর কেউ বোঝে না। যা মানুষ বোঝে না, তা কেন হবে?” তিনি স্পষ্ট করে বলেন, ভোট হবে ‘এক ব্যক্তি এক ভোট’ ভিত্তিতে। তবে সবাই একমত হলে বিএনপি বিষয়টি ‘চিন্তা করে দেখবে’।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন। ড. ইউনূসকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, জনগণ নির্বাচন চায় এবং কোনো আপস হবে না। তিনি পিআরের কথা বাদ দিয়ে নির্বাচন হোক এবং জনগণ সিদ্ধান্ত নিক—এই আহ্বান জানান। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, প্রতিশোধ নয়, মানুষের ভালোবাসা অর্জন করবে বিএনপি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top