জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ১৪:৩১

ছবি: সংগৃহীত

 জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে ওই এলাকা থেকে বের করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

 জানা গেছে, সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালে বিক্ষুব্ধ সদস্যরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন এবং বাইরে বেরিয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাসে ভাঙচুর চালান।

 পুলিশ সূত্রে জানা যায়, ভাঙচুর করা গাড়িগুলোর মধ্যে দুটি পুলিশের গাড়িও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল ছোড়েন।

 সংসদ ভবন এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকা ঘিরে রাখা হয়েছে যাতে পরিস্থিতি আরও অবনতির দিকে না যায়।

 এর আগে, শুক্রবার সকালে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে অনেকেই সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা গেট টপকে ভেতরে প্রবেশ করে মঞ্চের সামনে অতিথিদের চেয়ারে বসে স্লোগান দিতে থাকেন।

 উল্লেখ্য, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। 

 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top