ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত, তবে জুলাই যোদ্ধারা নির্দোষ: সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৯

‘জুলাই যোদ্ধা’দের নিয়ে মন্তব্যের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন আহ্বান জানানো গণতান্ত্রিক চর্চার অংশ। তবে তিনি তার বক্তব্যে অনড় থেকে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী জুলাই যোদ্ধাদের নামে ঢোকা উশৃঙ্খল লোক, যারা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী।
সালাহউদ্দিন আহমদ দাবি করেন, তার বক্তব্যের মাধ্যমে বরং সত্যিকারের জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত শক্তিদের সম্মান জানানোর চেষ্টা করা হয়েছে, যাতে তাদের সম্মানহানি না হয়। তিনি বিশ্বাস করেন, কোনো সঠিক জুলাই যোদ্ধা বিশৃঙ্খলায় জড়িত ছিল না।
চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, কিছু ঘটনা একই সূত্রে গাঁথা হতে পারে, যা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করা উচিত নয়।
নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, সব দলই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায়। তাই নির্বাচন না হওয়ার সংশয় থাকা উচিত নয়। গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই দাবি আদায় হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।