শাহজালাল বিমানবন্দরে সীমিত পরিসরে পণ্য খালাস শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৪:৩৪

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অবশেষে স্বস্তির খবর! হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প পরিসরে আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবারের ওই আগুনে এক বিলিয়ন ডলারের বেশি ক্ষতির আশঙ্কা করা হয়েছিল।
আজ, মঙ্গলবার (২১ অক্টোবর), ৯ নম্বর গেটের সামনে পণ্য নিতে ভিড় করেছেন আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা। যদিও সকাল থেকে অপেক্ষার পরও দুপুর পর্যন্ত পণ্য বের না হওয়ায় কিছুটা দীর্ঘসূত্রিতার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে, বিমা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ভেতরে ঢুকতে না দেওয়ায় এই জটিলতা বাড়ছে বলে অভিযোগ তাদের।
গেটে থাকা কাস্টমস ও আনসার কর্মকর্তারা জানিয়েছেন, খালাস প্রক্রিয়া পুনরায় চালু হলেও এর গতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। উল্লেখ্য, এই আগুন লাগার ঘটনা তদন্তে ইতোমধ্যেই কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট বিভাগগুলো। বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করায় আমদানি-রপ্তানিকারকদের মধ্যে আশার সঞ্চার হলো।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।