সালমান শাহ মৃত্যু: ২৯ বছর পর হত্যা মামলা, আসামি স্ত্রী সামিরাসহ ১১
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৫:১৩

ঢাকাই সিনেমার ক্ষণজন্মা জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার রহস্যজনক মৃত্যু নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। সেই রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হলো। সোমবার (২০ অক্টোবর) রাতে রাজধানীর রমনা থানায় এই মামলা করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।
এই মামলায় অভিনেতার স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এজাহারে প্রথম নাম রয়েছে সামিরা হকের। এছাড়াও আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন।
মামলার বিষয়ে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বলেন, ইনশাআল্লাহ, এটা প্রমাণ হবে হত্যা না আত্মহত্যা। দেশবাসী দেখবে এটা প্রমাণ হবে যে এটা হত্যা। এর আগে সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত অপমৃত্যুর মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
চূড়ান্ত শুনানিতে মরদেহে কালো দাগ, মল-বীর্য বের হওয়া, ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম পাওয়ার মতো গুরুতর অভিযোগগুলো আমলে নেয় আদালত। ২৫ বছর বয়সে চলে যাওয়া প্রিয় নায়কের মৃত্যু রহস্যের জট কি এবার খুলবে?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।