ধর্ষণের অভিযোগে বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায় বহিষ্কার, উত্তাল ক্যাম্পাস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১০:৪০

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক শিক্ষার্থীর বহিষ্কারের দাবিতে মধ্যরাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট ক্যাম্পাস। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাতেই ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার রাত সাড়ে নয়টা থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্রকে স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবিতে আন্দোলন করেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেয় বুয়েট কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বুয়েট প্রশাসন ২১ ব্যাচের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করেছে। ডিএসডব্লিউ অধ্যাপক এ কে এম মাসুদ শিক্ষার্থীদের সামনে এই ঘোষণা দেন।
তবে সাময়িক বহিষ্কারের ঘোষণায় সন্তুষ্ট হননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁরা তাৎক্ষণিকভাবে ‘না না’ বলে ওঠেন এবং অভিযুক্ত ছাত্রের স্থায়ী বহিষ্কারের দাবি তোলেন। ডিএসডব্লিউ জানান, স্থায়ী ছাত্রত্ব বাতিলের ক্ষমতা তাঁর নেই।
একই সঙ্গে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসডব্লিউ জানান, শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলা করার কথা থাকলেও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের সুবিধার জন্য নিজেরাই মামলার প্রক্রিয়া শুরু করেছে এবং অল্পক্ষণের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।