নির্বাচন প্রস্তুতি নিয়ে বিএনপি-প্রধান উপদেষ্টার বৈঠক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১১:৩১

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির তিন সদস্য বৈঠকে অংশ নেন। সরকারের পক্ষ থেকে ছিলেন পরিকল্পনা, আইন ও শিল্প উপদেষ্টারা।
বৈঠকে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু করতে বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্ব থেকে বিরত রাখার আহ্বান জানায় বিএনপি। বিশেষ করে আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিষয়ে আপত্তি জানানো হয়।
বিএনপি নেতৃবৃন্দের উদ্বেগের জবাবে প্রধান উপদেষ্টা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তাঁর তত্ত্বাবধানে হবে। তিনি বলেন, জেলা প্রশাসক পদে যোগ্যতার ভিত্তিতেই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে এবং নির্বাচন নিরপেক্ষ রাখতে যা কিছু প্রয়োজন, সরকার তাই করবে।
এছাড়া, জাতিসংঘ সাধারণ অধিবেশনে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পৃক্ততা ও ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান সফল করায় সরকারকে অভিনন্দন জানায় বিএনপি। একইসঙ্গে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অন্তর্ঘাতমূলক কিনা তা অনুসন্ধানের আহ্বান জানানো হয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।