কাজের গতি ফেরাতে বিমানবন্দরে কাস্টমস হাউস ২৪ ঘণ্টা খোলা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৩:২৩

সম্প্রতি অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট স্থবিরতা কাটিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক করতে কাস্টমস হাউস ২৪ ঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টমস হাউসের কমিশনারের নির্দেশে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট (AFU) ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে (ESU) কার্যক্রম এখন থেকে তিনটি শিফটে—প্রভাতী, দিবা ও নৈশ—চালানো হবে। জয়েন্ট কমিশনার সুমন দাস স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশনা জানানো হয়।
প্রতিটি ইউনিটে এসিস্ট্যান্ট কমিশনার ও ডেপুটি কমিশনার পর্যায়ের কর্মকর্তারা শিফট অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তাদের সহায়তায় প্রয়োজনীয় সংখ্যক রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, সাব-ইন্সপেক্টর ও সিপাহীদের নিয়োজিত রাখা হবে। এর ফলে কাস্টমস কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলবে এবং ব্যবসায়িক কার্যক্রমে কোনো প্রকার বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে।
কাস্টমস কর্মকর্তারা জানান, এই উদ্যোগের ফলে অগ্নিকাণ্ডের কারণে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে। আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সেবা দ্রুততার সাথে প্রদান সম্ভব হবে।
ব্যবসায়ীদের সংগঠনগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দুর্ঘটনার পর ব্যবসায়িক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাস্টমসের এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।