বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

কাজের গতি ফেরাতে বিমানবন্দরে কাস্টমস হাউস ২৪ ঘণ্টা খোলা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৩:২৩

সংগৃহীত

সম্প্রতি অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট স্থবিরতা কাটিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক করতে কাস্টমস হাউস ২৪ ঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

‎ঢাকা কাস্টমস হাউসের কমিশনারের নির্দেশে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট (AFU) ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে (ESU) কার্যক্রম এখন থেকে তিনটি শিফটে—প্রভাতী, দিবা ও নৈশ—চালানো হবে। জয়েন্ট কমিশনার সুমন দাস স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশনা জানানো হয়।

‎প্রতিটি ইউনিটে এসিস্ট্যান্ট কমিশনার ও ডেপুটি কমিশনার পর্যায়ের কর্মকর্তারা শিফট অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তাদের সহায়তায় প্রয়োজনীয় সংখ্যক রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, সাব-ইন্সপেক্টর ও সিপাহীদের নিয়োজিত রাখা হবে। এর ফলে কাস্টমস কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলবে এবং ব্যবসায়িক কার্যক্রমে কোনো প্রকার বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে।

‎কাস্টমস কর্মকর্তারা জানান, এই উদ্যোগের ফলে অগ্নিকাণ্ডের কারণে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে। আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সেবা দ্রুততার সাথে প্রদান সম্ভব হবে।

‎ব্যবসায়ীদের সংগঠনগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দুর্ঘটনার পর ব্যবসায়িক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাস্টমসের এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top